ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বন্ধ অস্ত্রোপচার ও এক্স-রে সেবা 

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১০:৪২, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১০:৪২, ৯ জুলাই ২০২৫

বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বন্ধ অস্ত্রোপচার ও এক্স-রে সেবা 

ছবি: জনকণ্ঠ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। জনবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অস্ত্রোপচার ও এক্স-রে সেবা। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে মাত্র ১১ জন চিকিৎসক দিয়ে প্রতিদিন ৫৫০ থেকে ৬৫০ জন রোগীকে সেবা দিতে হচ্ছে। ফলে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত চিকিৎসকরা।
২০১৭ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর থেকে মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, নাক-কান-গলা, চক্ষু, অস্থি, চর্ম ও যৌন, হৃদরোগ ও অ্যানেস্থেসিয়া বিভাগে মোট ১১টি জুনিয়র কনসালটেন্ট পদের সৃষ্টি হলেও বর্তমানে শুধুমাত্র শিশু ও গাইনী বিভাগে দুজন চিকিৎসক কর্মরত। বাকি ৯টি পদ এখনো শূন্য।
এছাড়া ১৪টি মেডিকেল অফিসারের মধ্যে ৩টি পদ শূন্য এবং পূরণকৃত ১১টি পদের মধ্যে ২ জন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রেষণে রয়েছেন।
এক্স-রে মেশিন থাকলেও গত ৫ বছর ধরে টেকনোলজিস্ট না থাকায় এ সেবা বন্ধ রয়েছে। অস্ত্রোপচার থিয়েটার ও গাইনী বিশেষজ্ঞ থাকলেও অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। তবে জেলা সিভিল সার্জনের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় সপ্তাহে একদিন অপারেশন করানো হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, প্রতিদিন গড়ে ১২০-১৫০ জন রোগী জরুরি বিভাগে এবং ৪০০-৪৫০ জন রোগী বহিঃবিভাগে সেবা নিচ্ছেন। ভর্তি থাকেন ৫৫-৬০ জন, যা ৫০ শয্যার তুলনায় অতিরিক্ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, শুধু চিকিৎসক নয়, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারিদের জন্যও রয়েছে আবাসন সংকট। ৭০ জন আবাসিক জনবলের বিপরীতে আবাসনের ব্যবস্থা আছে মাত্র ১৪ জনের। প্রায় ১৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা ৫টি ভবন এখনও সংস্কার হয়নি।
তিনি বলেন, “সংকটের কথা বহুবার জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেই। চিকিৎসকদের আন্তরিকতায়ই টিকে আছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।”
এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আধুনিক স্বাস্থ্যসেবার বাইরে থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত জনবল নিয়োগ ও অবকাঠামো সংস্কারের দাবি জানিয়েছেন।

শিহাব

আরো পড়ুন  

×