ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

তুরস্কের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের ইউআইটি প্রকল্প পরিদর্শন করেন

প্রকাশিত: ২০:২৯, ৮ জুলাই ২০২৫

তুরস্কের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের ইউআইটি প্রকল্প পরিদর্শন করেন

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চশিক্ষা ও জ্ঞানভিত্তিক উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে গত সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তাবিত ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটেড থটস (ইউআইটি) এর স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন, ইউআইটি প্রকল্পের ওপর একটি উচ্চপর্যায়ের পরামর্শ সভায় অংশগ্রহণ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন।

প্রতিনিধি দলটি ইউআইটি-এর মাস্টারপ্ল্যান, নির্মাণ কার্যক্রমের অগ্রগতি এবং একাডেমিক ভিশন সম্পর্কে অবগত হন। এ সময় তারা ইউআইটি-এর সঙ্গে একাডেমিক ও কৌশলগত সহযোগিতা ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করেন। ইউআইটিকে মুসলিম বিশ্বের বিদ্যমান জ্ঞানসংকট ও উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় শুভ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন এবং নৈতিক নেতৃত্ব গঠনে ও ইসলামি ঐতিহ্যের সাথে আধুনিক জ্ঞানের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইউআইটি- এর প্রস্তাবিত ‘নলেজ সিটি’ প্রকল্পের ওপর একটি উচ্চপর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিআইআইটি ট্রাস্ট ও ইউআইটি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে ইউআইটিকে একটি মূল্যভিত্তিক, আন্তঃবিষয়ভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে রোডম্যাপ প্রণয়নে আলোচনা হয়। সভায় ইউআইটি-এর লক্ষ্য, কাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ইসলামি বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য, নৈতিক শিক্ষা ও বৈশ্বিক গবেষণার সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইউআইটি-এর সম্ভাবনার কথা তুলে ধরেন।

এতে প্রধান অতিথি ছিলেন- মুসলিম বিশ্বের এনজিওগুলোর সংগঠন ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিও) এর সেক্রেটারি জেনারেল, তুরস্কের খ্যাতনামা শিল্পপতি ও সমাজকর্মী ইউপ আকবাল। তাঁর নেতৃত্বাধীন তুর্কি প্রতিনিধি দলে ছিলেন ইউএনআইডব্লিউ-এর মিডল ইস্ট ডেস্কের সমন্বয়কারী উবেইদে চানাকচি, ইস্ট তুর্কিস্তান এনজিও ইউনিয়নের সভাপতি হিদায়েত ওগুজহান, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার বাংলাদেশ কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমাগান এবং বাংলাদেশে তুরস্ক দূতাবাসের ধর্ম বিষয়ক সমন্বয়কারী ওজগুর ওজইরেক।

তুরস্কের প্রতিনিধি দলের সাথে কনসালটেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফজলি ইলাহী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বকর রফিক।

আঁখি

×