ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ২৩:৫৪, ৭ জুলাই ২০২৫

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা বলেছি, দেশের মৌলিক সংস্কার প্রয়োজন, জুলাই ঘোষণাপত্র দিতে হবে। গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহিদী মর্যাদা দিতে হবে। এজন্য জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। আমরা কোনো ধরনের টালবাহানা, ষড়যন্ত্র মেনে নেব না। জুলাই কোনো আবেগের বিষয় নয়, জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, ২৪ গণঅভ্যুত্থানে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, আমাদের এবারের লড়াই, যাত্রা দেশ গঠনের জন্য। আমরা স্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে গণতন্ত্র, সমতা, ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়া অভ্যুত্থানের তরুণ প্রজন্মের আকাক্সক্ষা। কিন্তু সেই আকাক্সক্ষা থেকে নানা মহল সরে গেছে। 
তিনি হুঁশিয়ারি করে বলেন, এক বছর আগে যারা ছাত্রদের এই ব্যানার ছিঁড়ে যারা ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চেয়েছিল তারা ক্ষমতায় থাকতে পারেনি। আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে যারা শিক্ষা নেবে না, তাদের পরিণতিও সেই দিকেই যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।
অন্যদিকে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এর আগে নাটোর শহরের রেল স্টেশন এলাকা থেকে জুলাই পদযাত্রায় অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে, সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলে পদযাত্রা কর্মসূচির শেষ দিনে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে এক জনসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশেকে নতুনভাবে গড়ার লক্ষ্যে এবং জুলাইয়ে শহীদদের রক্ত ও আত্মত্যাগকে আমরা যুগ যুগ স্মরণ করব। এ রাজনৈতিক দলটি অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়। আমরা দেশবাসীকে আমাদের কাজে কর্মে  তা প্রমাণ দিতে চাই।  
তিনি বলেন, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। সব শ্রেণির মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে এনসিপির সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এ সময় নতুন আঙ্গিকে রাষ্ট্র গঠন ও জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে বক্তব্য দেন এনসিপির নেতারা। পথসভায় বক্তব্য রাখেন, উত্তর বঙ্গের সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণ বঙ্গের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক সামান্তা শারমিন, প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যরা।
এনসিপির হাতকে শক্তিশালী করার ও তরুণ এবং নতুন নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। তাই অবশ্যই জুলাই-আগস্টের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে জুলাই ঘোষণাপত্রে। যে কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা তাদের স্মরণ করতে চাই। তাদের আত্মত্যাগ ও আকাক্সক্ষার ভিত্তিতেই বাংলাদেশ হবে। 
তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষিশিল্প বিশেষ করে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প গত ১৭ বছর অবহেলার শিকার হয়েছে। এটা হাসিনার বাংলাদেশ নয়। অভ্যুত্থানের পর এটা ছাত্র-জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থিদের হাতে বাংলাদেশ চলবে। সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের যেসব অবহেলিত জেলা রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

প্যানেল হু

আরো পড়ুন  

×