ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গফরগাঁওয়ে ট্রাক-অটো রিকশার  মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

নিজস্বসংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:২৬, ৭ জুলাই ২০২৫

গফরগাঁওয়ে ট্রাক-অটো রিকশার  মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

ছবি: জনকণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে  ট্রাক-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক ব্যবসায়ীসহ ২জন নিহত হয়েছে। নিহতরা হলো টাঙ্গাব ইউনিয়নের বামনখালী বটতলা বাজারের মনিহারি  ব্যবসায়ী ইকবাল হোসাইন (৫০) এবং দিঘীরপাড় গ্রামের  অটো রিক্সা চালক ওয়াসিম (২৮)।  

 

 

সোমবার  (৭ জুলাই) দুপুরে  উপজেলার পাগলা থানাধীন এশিয়ান হাইওয়ে সড়কে পাঁচবাগ চৌকা বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছে দুইজন অটো যাত্রী।তাদেরকে আশংঙ্কাজন অবস্থা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন (১)  নাজমুল (৩০) পিতা আব্দুল মান্নান (২)  জিহাদ মিয়া (২৪) 
বিষয়টি নিশ্চিত করেন পাচঁবাগ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খোরশেদ আলম। 

 


পাগলা থানার ওসি ফেরদৌস আলম জনকন্ঠকে জানান সোমবার  দুপুরের দিকে উপজেলার পাগলা থানার পাচঁবাগ ইউনিয়নের চৌকা মোড়ে এ ঘটনা ঘটে এতে ঘটনা স্হলেই ইকবাল নামে এক ব্যাবসায়ী ও পার্শবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যায়। আহত  নাজমুল ও জিহাদের চিকিৎসা চলছে। 
চালক সোহানকে আটক করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। 
 

ছামিয়া

×