
সাইমুন ইসলাম (১৫)
সাইমুন ইসলাম (১৫) চাটখিল উপজেলার মোশারফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের নাজির আলী হাজী বাড়ি। বাবা সৌদি প্রবাসী শামসুল ইসলাম ভুট্টু, মা মর্জিনা বেগম গৃহিণী।
পড়ালেখা ও পারিবারিক বিষয় নিয়ে বাবা মা ছেলে সাইমুন ইসলামকে বকাঝকা দিলে সাইমুন গত ২২ মে (বুধবার) সকাল ৮টায় স্কুলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে গিয়ে অদ্যাবধি ঘরে ফিরে আসেনি।
এক শার্ট, এক প্যান্ট ও স্কুল ব্যাগ নিয়ে নিরুদ্দেশ রয়েছে। আত্মীয়স্বজনরা সাইমুন সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে অজানায় আশঙ্কায় দিনাতিপাত করছেন।
মা মর্জিনা ছেলের খোঁজে অসুস্থ হয়ে শয্যাশায়ী, বাবা শামসুল ইসলাম ভুট্টু প্রবাস থেকে ফোন করে কান্নাকাটি করছেন। ছেলে নিখোঁজে মা মর্জিনা বেগম জানান, আমার ছেলেকে কেউ অপহরণ করতে পারে। আমার ছেলে কখনো আমাকে ছাড়া থাকেনি। আজ তিনদিন আমার ছেলেকে আমি পাই না। আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি ধমকি দেয়া হচ্ছে। কেউ কেউ বলছে আমার ছেলে তার সহপাঠী মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমার ছেলেকে ফিরে পেতে আমি ২৩ মে শুক্রবার বিকালে রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি। তিনি তার ছেলেকে কোথাও পেয়ে থাকলে রামগঞ্জ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ সাব্বির হোসেন জানান, নিখোঁজ সাইমুনের মায়ের নম্বরে কল দেয়া অজ্ঞাত কয়েকটি মোবাইল নম্বর ট্র্যাকিং করেছি। তবে সাইমুনের হাতের মোবাইলটি সর্বশেষ রামগঞ্জ উপজেলার সমিতির বাজার এলাকা থেকে বন্ধ হওয়ার পর থেকে চালু না করায় কোন সমাধানে আসতে পারিনি।
সাব্বির