ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মুকসুদপুরে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২২:০৫, ৫ মে ২০২৫

মুকসুদপুরে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন

মুকসুদপুরে জাতীয়তাবাদী যুবদল, বহুগ্রাম ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে মুকসুদপুর উপজেলার বহুগ্রাম হাইস্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদ শিকদার, সদস্য সচিব মো. মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক এম. মিঠু লস্কর, লিয়াকত হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বহুগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইকরাম হোসেন।

সম্মেলন শেষে মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, মো. হাবিল খোন্দকারকে সাধারণ সম্পাদক এবং বিপ্লব দাসকে সাংগঠনিক সম্পাদক করে বহুগ্রাম ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, “আগামীর বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

নুসরাত

×