
কলাপাড়া : অক্ষয় তৃতীয়াব্রত সনাতন ধর্ম সম্মেলনে পুণ্যলাভের আশায় হাজারো ভক্তের সমুদ্রস্নান
বৈশাখের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ সমুদ্রস্নান করেছেন। এ উপলক্ষে ধর্মটির অনুসারীদের বুধবার সকাল থেকেই উপচেপড়া ভিড় ছিল। আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলনের আয়োজনে ভোর থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, শ্রীশ্রী বিষ্ণপূজা, গঙ্গা মায়ের পূজা শেষে সকাল ১১টায় সাগরকন্যা কুয়াকাটায় গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। স্নানপূর্ব ধর্মীয় আলোচনা হয়। সাংবাদিক রতন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু প্রাণপুরুষ জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরের সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন, কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রম সাধারণ সম্পাদক নিহার রঞ্জন, ভক্ত প্রভাষক সঞ্জয় মণ্ডল, মাস্টার শ্যামল চন্দ্র মালো, গোবিন্দ কুমার দেবনাথ, অধ্যাপক সঞ্জয় মণ্ডল, বাসুদেব রায়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত জয়দেব ভক্তবৃন্দ।
প্যানেল