ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

গাইবান্ধায় হকার আনিস হত্যাকাণ্ডে সন্দেহজনক আটক ১

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা:

প্রকাশিত: ১৩:২৬, ২৮ এপ্রিল ২০২৫

গাইবান্ধায় হকার আনিস হত্যাকাণ্ডে সন্দেহজনক আটক ১

গাইবান্ধায় সংবাদপত্র বিক্রেতা আনিস মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে র‍্যাব। রবিবার (২৭ এপ্রিল) রাতে গাইবান্ধা শহরের পৌরপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আরিফ মিয়া (২৫)। তিনি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার বাসিন্দা এবং শাহজাহান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, আটককৃত আরিফ মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, আনিস প্রায় ১৫ বছর ধরে গাইবান্ধা শহরে সংবাদপত্র ফেরি করে বিক্রি করতেন। পাশাপাশি বিকেল থেকে রাত পর্যন্ত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে শহরের রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে আনিসের অটোবাইকে উঠে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে। পরে নির্জন স্থানে নিয়ে দুর্বৃত্তরা আনিসকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং অটোবাইক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত আনিসের স্ত্রী কবিতা বেগম সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

আফরোজা

×