ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

হোমনা

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি॥

প্রকাশিত: ২০:৪৯, ২১ মার্চ ২০২৫

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছবি : জনকণ্ঠ

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন মুসলিম গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে কুমিল্লায় হোমনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হোমনার সর্বস্তরে তৌহিদী জনতার আয়োজনে শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরে প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে  সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে সমাবেশে আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল্লাহ, হোমনা থানার  ইমাম  মাওলানা আবদুল্লাহ  মাহমুদ কাসেমী ও মো: তামিম প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক জনতা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন। 

বক্তারা ইসরায়েল বিরুদ্ধে ও ভারতের মুসলিম গণহত্যার বিরুদ্ধে শ্লোগান দেয় এবং মুসলিম হত্যা ও নিপীড়নের কঠোর বিরোধিতা করেন। তারা অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

শামীম রায়হান/মো. মহিউদ্দিন

×