
ছবি; সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনামুখী মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রুবেল হোসেন (২৫), নাজমা বেগম (৪০) এবং নাসরিন আক্তার (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে গাঁজা ও ইয়াবা নিয়ে জয়পুরহাটে যাচ্ছিলো। পথিমধ্যে সোনামুখী মসজিদ এলাকায় প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয় পুলিশ সদস্যরা। এ সময় প্রাইভেটকারের সামনে থাকা একজন লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি থানায় নিয়ে এসে তল্লাশী করা হয়। এ সময় গাড়ি থেকে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা মাদক পৌঁছে দেয়ার কাজ করেন বলে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
শহীদ