ছবি সংগৃহীত
বরিশালের কীর্তনখোলা নদীতে গত ৫ ডিসেম্বর যাত্রীবাহী স্পিডবোট ও বলগেটের মধ্যে সংঘর্ষে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করেছে বরিশাল সদর নৌ-থানা পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরমোনাই বেলতলা খেয়াঘাট এলাকা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন: পটুয়াখালীর কলাপাড়ার নোওয়াপাড়া এলাকার রাসেল আসিন (২৪), ভোলা সদর বনিয়া এলাকার ইমরান হোসেন ইমন (২৯) এবং স্পিডবোটের চালক ভোলার উত্তর চর এলাকার আলামিন (২০)।
বরিশাল সদর নৌ-থানা পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার জানিয়েছেন, গত ৫ ডিসেম্বর বিকেলে ভোলা থেকে যাত্রীবাহী স্পিডবোটটি ১০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়। পথে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতারহাট এলাকায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভোলার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির বিক্রয় প্রতিনিধি জালিস মাহমুদ (৫০) নিহত হন। এছাড়া, বরগুনা সদরের মানসুর আহমেদ গুরুতর আহত হন এবং তিনজন যাত্রী নিখোঁজ হন।
দূর্ঘটনার পর বাকিরা তীরে উঠতে সক্ষম হলেও তারা নিখোঁজ ছিলেন দীর্ঘ সময় ধরে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে রবিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে।
আশিকুর রহমান