ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

জনতার হাতে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট আটক! 

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:১১, ১৪ নভেম্বর ২০২৪

জনতার হাতে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট আটক! 

ময়মনসিংহ জেলা। 

ময়মনসিংহের গফরগাঁওয়ে তুষার মিয়া (৪২) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট জনতার হাতে আটক হয়েছে। ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাওনা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়দানকারীর ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার রথপাড়া এলাকায়। 

স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, ‘তুষার মিয়া নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে রাওনা ইউনিয়ের শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী বুলু মিয়া ও ফোরকান আলী দোকানে অবৈধ পলিথিন উদ্ধারে অভিযান পরিচালনা করছিল। একপর্যায়ে তার কথাবার্তায় ব্যবসায়ীদের মনে সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করে ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানা নিয়ে আসে।’

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘জনতার হাতে আটক তুষার মিয়া ব্যবসায়ীদের কাছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা দাবি করে পলিথিন চল্লাশি করছিল।’

ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি  বলেন, ‘সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

এম হাসান

×