ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রায়পুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২২:১৮, ১১ নভেম্বর ২০২৪

রায়পুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

যান চলাচলে শৃঙ্খলা আনতে রায়পুর-চাঁদপুর মহাসড়কে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় পুলিশ, সেনাবাহিনীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সোমবার (১১ নভেম্বর) বিকাল থেকে থেকে রায়পুর পৌর শহরের রায়পুর-চাঁদপুর মহাসড়কের লেংড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁন। 

তিনি বলেন, ‘আমরা রায়পুর-চাঁদপুর মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছি। অনেক যানবাহনের কাগজপত্রে অনিয়ম পাওয়া গেছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এমএম

×