ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

কালিয়াকৈরে বিএনপি‘র কয়েক নেতার বিরুদ্ধে হাট দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২০:৪৬, ৮ নভেম্বর ২০২৪

কালিয়াকৈরে বিএনপি‘র কয়েক নেতার বিরুদ্ধে হাট দখলের অভিযোগ

গাজীপুরে কালিয়াকৈরের জামালপুর গরুর হাট দখলের অপচেষ্টাসহ নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে বিএনপি‘র কয়েক নেতা ও তাদের অনুসারীদের বিরুদ্ধে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ওই বাজার কমিটিসহ এলাকাবাসী। তারা এব্যাপারে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। শুক্রবার সকালে জামালপুর বাজার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাজার কমিটির সভাপতি ও মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান পুলিশ এবং বাজার কমিটির উপদেষ্টা ও ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম দেওয়ান তাদের লিখিত বক্তব্যে জানান, প্রায় ১৯বছর আগে কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তামোড় এলাকায় একটি গরুর হাট প্রতিষ্ঠা করেন।

ওই এলাকার যাদের নিজস্ব জমি রয়েছে এমন ২৬৬জন লোক যৌথভাবে এ হাটটি স্থাপন করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু ব্যবসায়ি ও ক্রেতা-বিক্রেতারা এই হাটে আসেন তাদের গরু মহিষ, ছাগল, ভেড়াসহ নানা পন্য সামগ্রী নিয়ে। বাজারটি ব্যক্তিগত রেকর্ডীয় জমিতে বসানো হলেও এটি একপর্যায়ে সরকারের হাটবাজারের তালিকায় চলে যায়।

তারই ধারাবাহিকতায় সরকার এ বাজার থেকে প্রতিবছর প্রায় ৩৫লাখ টাকা রাজস্ব আদায় করে থাকে। এবারও সরকার ইজারা বাবদ প্রায় ৩৫লাখ টাকা রাজস্ব পেয়েছে।
তারা আরো বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পর মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন ও সাধারন সম্পাদক লুবানসহ ইকবাল হোসেনের নেতৃত্বে তাদের অনুসারীরা ব্যক্তিগত মালিকানাধীন এ গরুর হাটটি নানা কৌশলে দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে তারা হাসিল ঘর থেকে হাসিল আদায়কারীদের সরিয়ে দিয়ে নিজেদের লোকজন বসিয়ে হাটের হাসিল আদায়ের চেষ্টা চালিয়েছে।

তারা হাটের দিন ক্রেতা বিক্রেতাদের সামনে নানা ভাবে মহড়া দিচ্ছে এবং হাট কমিটির লোকদের নামে মামলা হামলার ভয়ভীতি দেখাচ্ছে। এতে আতংক ছড়িয়ে পড়ায় হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি কমে গেছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী জামালপুরের এ হাট সহ ব্যবসায়ী ও স্থানীয়রা। সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হওয়াসহ ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয়দেও নানাভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এব্যাপারে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন বাজার কমিটিসহ এলাকাাসী।
বাজার কমিটির উপদেষ্টা ইব্রাহিম দেওয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফ হোসেন, কোষাধক্ষ্য একরামুল কবির রাসেল, বাজার বনিক সমিতির সভাপতি মকবুল দেওয়ান ,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান মিয়াসহ বাজার কমিটির সকল সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে তারা মানব বন্ধন করেন।  

 

×