ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আখাউড়ায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া:

প্রকাশিত: ১৪:৩৪, ৭ নভেম্বর ২০২৪

আখাউড়ায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায়  যুবকের মরদেহ উদ্ধার

আখাউড়ায় প্রবাসী স্ত্রীর সাথে অভিমান করে মোহন মিয়া (২৬) নামের এক স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৮ টার দিকে পৌরশহরের তারাগন গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

আত্মহত্যা করা যুবক মোহন মিয়া পৌরশহরের তারাগন (মধ্যপাড়া) গ্রামের মোঃ শফিকুল ইসলাম এর ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, আনুমানিক ৫ বছর পূর্বে পারিবারিক সম্মতিক্রমে নিহত মোহন মিয়ার সহিত তাসলিমা আক্তার চাঁদনীর বিয়ে সম্পন্ন হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। পরিবারে আর্থিক সমস্যার কারণে প্রবাসে যেতে হয়েছে মোহনের স্ত্রী তাসলিমাকে। কোনো এক বিষয় নিয়ে বিগত ১৫ দিন যাবৎ প্রবাসী স্ত্রী তাসলিমার সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া বিবাদ চলছে মোহনের। দেখলে মনে হতো প্রচন্ড মানসিক চাপে রয়েছে স্বামী মোহন। অবশেষে স্ত্রীর সাথে অভিমানে করে মঙ্গলবার রাতের কোন এক সময়ে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে মোহন মিয়া।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোহনের প‌রিবার থে‌কে কোন লি‌খিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

খলিলুর রহমান /জাফরান

×