ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় 

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ১৫:১৪, ৫ নভেম্বর ২০২৪

নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় 

নাটোর জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আসমা শাহীন। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নাটোরের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি গণমাধ্যমকর্মীদের সহাযোগীতা চান। এসময় দুর্নীতির বিরুদ্ধে সততার সাথে কাজ করতে গণমাধ্যম কর্মীদেরকে  সহকর্মী হিসেবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভার শুরুতে নাটোর জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ নবাগত জেলা প্রশাসক আসমা শাহীনের নিকট তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। 

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মাছুদুর রহমানসহ জেলা প্রশাসনের
অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

জাফরান

×