ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এক মাস ছয়দিন পর রবিবার চালু হচ্ছে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৫, ২০ আগস্ট ২০২৪

এক মাস ছয়দিন পর রবিবার চালু হচ্ছে মেট্রোরেল

আগামী রবিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল সার্ভিস

দীর্ঘ এক মাস ছয়দিন বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল সার্ভিস। তবে বন্ধ থাকবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি। তাই উত্তরা-মতিঝিল পর্যন্ত ১৪টি স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে পারবেন।
সূত্র জানায়, আগের মতোই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। তবে পুরোপুরি সার্ভিস শুরু করার আগে যাত্রীবিহীন কয়েক দফা পরীক্ষামূলক চলাচল করবে মেট্রোরেল। আগামী দুই-একদিনের মধ্যে মেট্রোরেল পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান। 
এদিকে ১০ দিন কর্মবিরতি পালন শেষে মঙ্গলবার থেকে কাজে যোগ দিয়েছেন ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা। বেতন বৈষম্য দূর করাসহ ছয় দফা দাবি আদায়ে গত ৮ আগস্ট থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা।
মঙ্গলবার প্রেস ক্লাব সংলগ্ন বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় তিনি মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জানান, মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ডিএমটিএলের ম্যানেজার মাহফুজুর রহমান জনকণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার থেকে সকল কর্মকর্তা ও কর্মচারী কাজে যোগ দিয়েছেন। তাই খুব দ্রুত সময়ের মধ্যে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরোপুরি যাত্রী সার্ভিস শুরুর আগে কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। তাই নির্দিষ্ট করে কবে থেকে যাত্রী সার্ভিস শুরু হবে তা এখনো বলা যাবে না। যাত্রী সার্ভিস শুরু হলে আগের মতোই চলাচল করবে।’ তবে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন বাদে বাকি ১৪ স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে পারবেন বলে জানান তিনি।
ডিএমটিসিএল সূত্র জানায়, গত জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। গত ১৯ জুলাই হামলা করা হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল।

পরে গত ২০ জুলাই সকালে জরুরি মেরামতের প্রয়োজনে এবং জনগণের জানমালের নিরপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে গত ১৭ আগস্ট  থেকে মেট্রোরেল চালুর ঘোষণা দেওয়া হলেও ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে তা সম্ভব হয়নি। তাই দীর্ঘ এক মাস ছয়দিন বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে মেট্রোরেল চালুর ঘোষণা দেওয়া হলো। তবে পুরোপুরি যাত্রী সার্ভিস শুরু হতে কিছুদিন সময় লাগবে সংশ্লিষ্টরা জানান।

×