ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ঘরবাড়ি কেউ পুড়িয়ে দেয়নি, অক্ষত আছে: ধ্রুব সরকারের বাবা 

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৯:৫২, ১২ আগস্ট ২০২৪; আপডেট: ২১:০৭, ১২ আগস্ট ২০২৪

ঘরবাড়ি কেউ পুড়িয়ে দেয়নি, অক্ষত আছে: ধ্রুব সরকারের বাবা 

বিজন কুমার সরকারের অক্ষত বাড়ি

আমাদের ঘরবাড়ি পুরোপুরি অক্ষত অবস্থায় আছে। তাছাড়া আমার পরিবারের উপর কেউ হামলা করেনি, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার তথ্য মিথ্যা। 

সোমবার (১২ আগস্ট) সরেজমিনে তাহিরপুর উপজেলা যুবদলেন আহ্বায়ক এনামুল হক এনামের নেতৃত্বে যুবদলের কর্মীরা ঘটনার বিষয়ে খোঁজ নিতে বাদাঘাট গ্রামে বিজন কুমার সরকারের বাড়িতে গেলে গণমাধ্যমেকর্মীদের কাছে ধ্রুব সরকারের বাবা এসব কথা বলেন।

প্রসঙ্গত, সম্প্রতি সিলেটে হিন্দু সম্প্রদায়ের এক বিক্ষোভ মিছিলে তাহিরপুরের বাদাঘাট গ্রামের বাসিন্দা বিজন কুমার সরকারের ছেলে ধ্রুব সরকার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়ে আমার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, প্রশ্ন হলো স্বাধীনতা পেয়েছেন ভালো কথা, আমার ঘরবাড়ি পুড়িয়ে দিবেন কেন?’

ধ্রুব সরকারের এমন বক্তব্য এলাকাবাসীর নজরে এলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার লোকজন ধ্রুব সরকারের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তার পরিবারের উপর কোনো হামলা হয়নি, ঘরবাড়িও পুড়িয়ে দেওয়া হয়নি। পরে ধ্রুব সরকারের এমন বানোয়াট বক্তব্যে জনমনে উত্তেজনা দেখা দিলে বাবা বিজন কুমার সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ও এলাকাবাসীর নিকট ছেলের এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করেন।

আজ সোমবার সকালে ধ্রুব সরকারের বাবা বিজন কুমার সরকার নিজের ফেসবুক ওয়ালে লিখেন, ‘আমি বিজন কুমার সরকার, আমার ছেলে ধ্রুব সরকার, গতকাল টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছে যা সঠিক নয়। আমার বাড়ি সুরক্ষিত আছে, হয়তো সে আবেগবশত না বুঝে মিথ্যা সাক্ষাৎকার প্রদান করে ফেলেছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

 

এম হাসান

×