ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

মঠবাড়িয়ায় দোয়াত কলম প্রতীকের নির্বাচনী পথসভা

নিজস্ব সংবাদদাতা,মঠবাড়িয়া, পিরোজপুর

প্রকাশিত: ২১:৪১, ২২ মে ২০২৪

মঠবাড়িয়ায় দোয়াত কলম প্রতীকের নির্বাচনী পথসভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন দোয়াত-কলম প্রতীকের প্রার্থী

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ২৯ মে আসন্ন তৃতীয় ধাপের উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে ১১টি ইউনিয়নে নির্বাচনী প্রচার জমে উঠেছে। এ নির্বাচন সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বায়জিদ আহমেদ খানের (দোয়াত কলম প্রতীক) নির্বাচনী পথসভা উপজেলার সদর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলার মাঝেরপুল উত্তর মিঠাখালী গ্রামের আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা সম্মুখ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি করিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ছাত্রলীগ সভাপতি অ্যাডভোকেট বায়জিদ আহমেদ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ভাইস চেয়ারম্যান প্রাথী সিদ্দিকুর রহমান বাদশার পুত্র ও ঢাকা বিশ^ বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা শাহারিয়ার শিশিম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা আক্তার সুমনা (প্রজাপতি প্রতীক), উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল প্রমুখ।
বক্তারা আগামী ২৯ মে আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাাচনে চেয়ারম্যান পদে বায়জিদ আহমেদকে দোয়াত কলম প্রতীকে, ভাইস চেয়াম্যান পদে সিদ্দিকুর রহমান বাদশাকে টিয়া পাখি প্রতীকে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার সুমনাকে প্রজাপতি প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

×