ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে

গাজীপুরে বিদ্যুতের ৪১ হাজার স্মার্ট মিটার স্থাপন করা হবে

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

প্রকাশিত: ২০:৫৯, ২০ মে ২০২৪

গাজীপুরে বিদ্যুতের ৪১ হাজার স্মার্ট মিটার স্থাপন করা হবে

মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে গাজীপুরে বিদ্যুতের ৪১ হাজার স্মার্ট মিটার স্থাপন করা হচ্ছে। গাজীপুর পবিস-১ এর আওতায় সরকার কর্তৃক স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্পের মাধ্যমে এসব মিটার স্থাপন করা হবে। 

সোমবার বিকেলে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ডরুমে গ্রাহক সদস্য ও স্টেক হোল্ডারদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো: আবুল বাশার আজাদ। 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম ও আব্দুল কাদের মন্ডল, গাজীপুর পবিস-১ এর পরিচালক মোঃ আব্বাস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় প্রি-পেইড মিটার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্মার্ট  প্রি-পেইড মিটারের যাবতীয় সুবিধাসমুহ নিয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমে গ্রাহকদের কাছে সহযোগিতা কামনা করা হয়।

 

শহিদ

×