নাজমুল হাসান ও হাসিনা বেগম
সদর উপজেলা চেয়ারম্যানের পর দুই ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল ও হাসিনা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সোমবার ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হাসান জনি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট সালমা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে একক বৈধ প্রার্থী হিসেবে তাদের বিনা প্রতিদ্বিন্দ্বতায় নির্বাচিত করা হয়।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্ন অফিসার ফয়সাল আহমেদ জানান, এর আগে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী আনিছউজ্জামানের মনোনয়নপত্র আপিল কর্তৃপক্ষ রবিবার বৈধতা দিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর দুই ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সদর উপজেলায় ভোটগ্রহণের আর প্রয়োজন নেই।