ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৬, ১৭ এপ্রিল ২০২৪

তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত

বুধবার সকালে রাজধানীর কাওরানবাজার এলাকায় লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস ট্রেন

রাজধানীর তেজগাঁওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলওয়ে ঢাকা বিভাগ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, বুধবার সকালে লাইনচ্যুত হওয়া ট্রেনটির উদ্ধার কাজ শেষ হয়েছে। বর্তমানে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বেলা ১১টার ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে বুধবার সকাল ৮টা ৫ মিনিটে ঢাকার কাওরানবাজারে লাইনচ্যুত হয় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় পর ঘটনাস্থল সড়কে সৃষ্টি হয় যানজট। বিশেষ করে কাওরানবাজার রেলক্রসিং ও মগবাজার সড়কে গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনও লাইনে আটকে থাকে।

×