
বিয়ের দাবিতে অনশন।
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে মহিবুল্লাহ (২৫) নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক কলেজ ছাত্রী। রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার তালম ইউনিয়নের সিলেট গ্রামে মহিবুল্লাহর বাড়িতে অবস্থান নেন তিনি।
কলেজ ছাত্রী বলেন, ‘জামাল মুন্সির ছেলে মহিবুল্লাহর সঙ্গে তার চার বছরের প্রেমের সম্পর্ক। প্রেমের সূত্র ধরে প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। প্রতিশ্রুতি অনুযায়ী আজ তার বাড়িতে এসেছি। কিন্তু মহিবুল্লাহ ও তার পরিবারের লোকজন আমার উপস্থিতি বুঝতে পেরে ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে। বিয়ে না করা পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে যাবো না।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এম হাসান