
মাছ ধরতে গিয়ে পাওয়া গেল মানব ভ্রূণ
নেত্রকোণার দুর্গাপুরে পাহাড়ি নদী সোমেশ্বরীতে মাছ ধরার জালে উঠে এসেছে একটি মানব ভ্রূণ। উপজেলা সদরের সোমেশ্বরী নদীর শিবগঞ্জ ঘাট এলাকায় গত বুধবার এই ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, স্থানীয় কয়েকজন জেলে সোমেশ্বরীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এই সময় হঠাৎ তাঁদের জালে উঠে আসে মানব ভ্রূণটি। আশপাশের লোকজন বিষয়টি দেখে হতচকিত হয়ে পড়েন। এসময় সেখানে ভিড় জমান পথচারীসহ স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ভ্রূণের ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভ্রূণটির হাত-পা, মাথাসহ সবকিছুই আছে। তবে একেবারেই ছোট আকারের। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এবি