শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার বিভিন্ন ভবন ও নামি রেস্টুরেন্টে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের অভিযান
শহরের বহুতল ভবন ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সতর্ক করে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার বিভিন্ন ভবন ও নামি রেস্টুরেন্ট পরিদর্শন করে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হীরন, ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শাহাদাত হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ ও ম-লপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহানসহ ফায়ার সার্ভিসের সদস্যরা।