
মসজিদের ১৭টি পিলার ভাঙচুর করে দুর্বৃত্তরা
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের আঁধারে মসজিদের ১৭টি পিলারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে মুসল্লিরা। উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা মীর বাড়ি জামে মসজিদে সোমবার রাতের যে কোনো সময়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফজরের নামাজের পরে মসজিদ কমিটির সেক্রেটারি এমরান হোসেন শ্রমিকদের মসজিদের নির্মাণ কাজ নিয়ে নির্দেশনা দিতে গেলে পিলারের ভাঙা অংশগুলো তাদের নজরে আসে। মসজিদের মুসুল্লি ইসমাইল হোসেন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পিলারগুলো ভাঙা দেখতে পান।
এসময় তিনি কান্নাজড়িত কন্ঠে এ ঘটনার বিচার দাবি করেন। অপর মুসুল্লি আবুল বাসার জানান, সকালে লোকমুখে শুনে মসজিদের কাছে এসে দেখি পিলারগুলো ভাঙা।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।