ঘন কুয়াশার কারণে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে সড়ক দুর্ঘটনায় চান্দু মোল্লা(৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫) নিহত হয়েছে। বাঘা-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর নামকস্থানে ঘন কুয়াশার কারণে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
আরও পড়ুন : সন্ধান চাই হিমনের
নিহত ব্যক্তি একই এলাকার খায়েজ মোল্লার ছেলে এবং নিহত ওই গৃহবধূ মৃত চান্দু মোল্লার স্ত্রী। চান্দু মোল্লা ঘটনাস্থলে মারা যায় এবং তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাসমিম