ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জামানত হারালেন ৫ প্রার্থী

সংবাদদাতা, ফরিদগঞ্জ, চাঁদপুর

প্রকাশিত: ১৭:৩৮, ৯ জানুয়ারি ২০২৪

জামানত হারালেন ৫ প্রার্থী

শেখ সাজ্জাদ, আব্দুল কাদের ও বাকী বিল্লাহ

অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মহাসচিব প্রার্থী ও দলের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান এবং জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনসহ এই আসনের ৮ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে মোট ভোট পড়েছে ৯৫ হাজার ৮৪০টি। তবে নৌকা প্রতীকের প্রাথী , জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ৩৬ হাজার ৪শ ৫৮ ভোট পেয়ে সাবেক জয়ী হয়েছেন। 

এ আসনে সাবেক এমপি , জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড: শামছুল হক ভুঁইয়ার প্রাপ্ত ভোট ৩৫ হাজার ৪২৫ । হাড্ডা হাড্ডি লড়াইয়ে নৌকার প্রার্থী জয়ী শফিকুর রহমান জয়ী হয়েছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১২৯।  

নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলে বিএনএম এর মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান (প্রতীক- নোঙ্গর) পেয়েছেন ১০৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ (প্রতীক- লাঙ্গল) পেয়েছেন ৫৯০ ভোট, তৃনমূল বিএনপি মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার (প্রতীক- সোনালী আঁশ) পেয়েছেন ৩৬০ ভোট , তরিকত ফেডারেশন প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত (প্রতীক- ফুলের মালা) পেয়েছেন ২০১ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টি প্রাথী আবদুল গণি প্রতীক (আম)পেয়েছেন ২০৮ ভোট। 

উল্লেখ্য. উপজেলার মোট ১১৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৩৬ হাজার ৪৫৮ ভোট পেয়ে ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে ২য় বারের মতো জয়ী হয়েছেন সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া পেয়েছেন ৩৫৪২৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে জালাল আহমেদ সিআইপি পেয়েছেন ১৮৭৬০ ভোট। রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডল।

 

এসআর

×