ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১

চন্দনাইশে ২০ লাখ টাকায় তৈরি হবে কাঠের সেতু 

সংবাদদাতা, চন্দনাইশ, চট্টগ্রাম

প্রকাশিত: ২২:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩

চন্দনাইশে ২০ লাখ টাকায় তৈরি হবে কাঠের সেতু 

চন্দনাইশে ধোপাছড়ি খালের ওপর নির্মাণ করা হচ্ছে কাঠের সেতু

চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ছড়ার ওপর প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে কাঠের সেতু। উপজেলা পরিষদের অর্থায়নে এটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব ধোপাছড়ির শঙ্খমুখ, ক্যাম্পপাড়া, শামুকছড়ির দুই শতাধিক পরিবারের সহস্রাধিক লোক, শিক্ষার্থী, ব্যবসায়ী, মুমূর্ষু রোগীর একমাত্র চলাচলের পথ ধোপাছড়ি ছড়ার মুখের বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে পূর্ব ধোপাছড়িবাসীর একমাত্র চলাচলের সাঁকোটি পাহাড়ি ঢলে বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বির্পযস্ত হয়ে পড়ে। স্বাধীনতার ৫২ বছরে কয়েক সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন হয়নি। 
সাবেক চেয়ারম্যান ইউসুফ চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলেও ধোপাছড়িবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কিংবা পরিবর্তন হয়নি। পূর্ব ধোপাছড়ির সঙ্গে ধোপাছড়ি বাজার, ইউনিয়ন পরিষদ, উপজেলা সদর, দোহাজারীসহ বিভিন্ন এলাকায় চলাচলের একমাত্র পথ ধোপাছড়ি ছড়ার ওপর বাঁশের সাঁকোটিকে পূর্ণাঙ্গ ব্রিজে রূপ দিতে তারা স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দীর্ঘদিন থেকে দাবি দিয়ে আসছেন। প্রাথমিক পর্যায়ে ২৩ লাখ টাকার প্রকল্প প্রস্তাব দেওয়া হলেও উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেছেন, স্থানীয়ভাবে তাদের সহযোগিতায় সেতুটি নির্মাণের জন্য ব্যয় কমিয়ে ১৬ লাখ টাকা করা হয়েছে।

×