ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় সমুদ্রে ভেসে যাওয়া দুই পর্যটক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৩৯, ২৭ মে ২০২৩

কুয়াকাটায় সমুদ্রে ভেসে যাওয়া দুই পর্যটক উদ্ধার

কুয়াকাটায় সমুদ্র সৈকত

কুয়াকাটায় সমুদ্র সৈকতে গোসলে নেমে ডুবে যাওয়ার প্রাক্কালে পর্যটক শিক্ষার্থী রাশিক (২৭) ও তার বন্ধু মেজবাহউদ্দিন তালুকদারকে (২৮) ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী লিটনের সহায়তায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৭ মে) দুপুরে তারা দু’জনে গোসল করতে নেমে জোয়ারের তোড়ে ভেসে যাচ্ছিল। এ সময় অন্যান্য পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের সহায়ত চাইলে উদ্ধার করা হয়। তারা বর্তমানে অনেকটা সুস্থ বলে পুলিশ জানিয়েছে। এরা সাঁতার না জানায় ডুবে যাচ্ছিল বলে অন্য পর্যটকরা জানায়।

রাশিক ঢাকার বসুন্ধরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম হামিদ আলী ওয়াজেদ। আর মেজবাহউদ্দিনের বাসা ঢাকার কুড়িলে। তার বাবার নাম হেমায়েত উদ্দিন। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ জানান, এরা দু’জন গতকাল শুক্রবার কুয়াকাটায় আসেন। এরপর আবাসিক হোটেল ওয়েস্টার্ণে অবস্থান নেন। আর আজ সমুদ্রে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×