ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুরস্কার না পাওয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:৪০, ২৬ মার্চ ২০২৩

পুরস্কার না পাওয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

নান্দাইল উপজেলায় মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের পর পুরষ্কার না পাওয়ায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। 

রবিবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই অবরোধ করে। পরে বিদ্যালয়ের শিক্ষকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এসময় দু‘পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চন্ডিপাশা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহন করে। এ অবস্থায় তাদেরকে কোন প্রকার পুরষ্কার অথবা সান্তনা না দেওয়ায় ক্ষোব্ধ হয়ে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আমাদের কুচকাওয়াজে অংশগ্রহন করানো হলেও পরে জানানো হয় এজন্য পুরষ্কার প্রদান করা হবে না। কারন হিসেবে কুচকাওয়াজ করার কোন কথা ছিল না বলে জানায়। এজন্য আমরা সড়ক অবরোধ করি।

এই বিষয়ে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক উল্লাহ বলেন, নোটিশে কুচকাওয়াজের কথা থাকলেও পুরষ্কার না পাওয়ায় তারা আন্দোলন করেছে। তবে তাদেরকে সড়ক অবরোধ থেকে ফিরিয়ে এনেছি। ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বলেন, ভুল বুঝাবুঝি থেকে এমনটি হয়েছে। তবে বিষয়টির সমাধান হয়ে গেছে।  

এমএস

×