ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

গ্র্যামি আসরে প্রীতম-জেফার

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩

গ্র্যামি আসরে প্রীতম-জেফার

জামিয়াতুল ফালাহ মাঠে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিনের জানাজা

গ্র্যামি অ্যাওয়ার্ডসে গেলেন বাংলাদেশের দুই তরুণ শিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম এরেনায় ৫ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৬ ফেব্রুয়ারি সকাল) বসেছিল এর ৬৫তম আসর। বিশ্বের সব সংগীতশিল্পীর কাছেই কাক্সিক্ষত ও সবচেয়ে মর্যাদাসম্পন্ন গ্র্যামি অ্যাওয়ার্ডস। প্রীতম জানান, ছোটবেলা থেকেই মুগ্ধতা নিয়ে গ্র্যামির আয়োজন দেখতেন টিভিতে, ইউটিউবে। আর মনে মনে স্বপ্ন দেখতেন, একদিন তিনিও যাবেন সেখানে।

সেই স্বপ্নটাই এবার পূরণ হয়ে হলো। তাই উচ্ছ্বাসের কমতি নেই তার। তিনি বলেন, কখনো কল্পনা করিনি গ্র্যামি নিজ চোখে দেখব। নকশি কাঁথা টক্সেডো পরে আমার বেস্ট ফ্রেন্ড জেফারের সঙ্গে আয়োজনটি দেখলাম। হ্যারি স্টাইলস, বিয়ন্সে, টেইলর সুইফট, কেন্ড্রিক লামার, ম্যাডোনা, দ্য রক, অ্যাডেল, তারা সবাই আমাদের থেকে মাত্র ৩০০ মিটার দূরে ছিলেন! এদিকে গ্র্যামিতে অংশগ্রহণের আনন্দময় কিছু মুহূর্ত শেয়ার করে জেফার বলেছেন, প্রীতমের সঙ্গে গ্র্যামিতে কী অবিশ্বাস্য এক অভিজ্ঞতা! এ বছর গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিল ‘বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল।’

সংগীত সংস্থাটির ‘শুরুয়াত’ নামের একটি অ্যালবাম মনোনয়ন পায়। সেখানে ‘জাগো পিয়া’ শিরোনামের একটি গান গেয়েছেন বাংলাদেশের নাশিদ কামাল ও আরমীন মুসা। তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের সুবাদেই প্রথম কোনো বাংলাদেশী গ্র্যামির মনোনয়নের অংশীদার হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে বাংলাদেশী শিল্পী হিসেবে গ্র্যামির সম্মানজনক আসরে অংশ নিয়েছিলেন তাহসান খান ও হাবিব ওয়াহিদ।

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

একনেকে ৯ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩৯ হাজার ৩৬৫ পরিবার
পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় :ওবায়দুল কাদের
বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার
দেশে চালের অভাব নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ
শিবচরে ১৯ জনের প্রাণহানি,৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ১ জনের মৃত্যু
লালপুরে প্রধানমন্ত্রীর উপহার রঙিন ঘর পাচ্ছে ১৫৫ টি পরিবার
দুবাইতে আরাভ খানকে আটকের গুঞ্জন!
রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট, ইউক্রেন সফরে জাপানের প্রধানমন্ত্রী
কর্মীদের চীনা ভিডিও অ্যাপ টিকটক ডিলিট করতে বলল বিবিসি