ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

মুন্সিগঞ্জে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত: ১১:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১১:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩

মুন্সিগঞ্জে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ৩

ট্রাক-পিকআপ সংঘর্ষ

মুন্সিগঞ্জের শ্রীনগরে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন আহাদুজ্জামান (৩৫), সুমন (২০) ও আসমান (২২)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দ্রুত গতিতে পিকআপ ও ট্রাকটি চলছিল। দুটি গাড়ি বেজগাঁও এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় পাশাপাশি সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে মালবোঝাই ট্রাকটি পাশের রেলিংয়ে সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। সংঘর্ষ দুমড়েমুচড়ে যায় পিকআপের সামনের অংশ। এসময় তিনজন আহত হয়।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ির মধ্যে মালবোঝাই ট্রাকটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

তাসমিম

monarchmart
monarchmart