ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টেক্সটাইল কারখানার গুদামে আগুন 

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৫:১৯, ৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৯:১৪, ৮ ডিসেম্বর ২০২২

টেক্সটাইল কারখানার গুদামে আগুন 

গাজীপুরে গুদামে অগ্নিকান্ড

গাজীপুরের শ্রীপুরে এক টেক্সটাইল মিলের তুলার গুদামে বৃহষ্পতিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা সন্ধ্যার পর পর্যন্ত প্রায় ৭ ঘন্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত কাজ করছিল তারা। শ্রীপুর থানার কেওয়া নতুন বাজার (ভাংনাহাটি) এলাকার এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন ও স্থানীয়রা জানান,  বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। 

কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুরের মাওনা স্টেশনের তিনটি, জয়দেবপুর স্টেশনের ২টি, কাপাসিয়ার একটি এবং ময়মনসিংহের ভালুকা স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পানির স্বল্পতার কারনে আগুন নেভানোর কার্যক্রম ব্যহত হয়। এতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। ফলে সন্ধ্যার পর পর্যন্ত প্রায় ৭ ঘন্টা চেষ্টা করেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নি। 

তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত কাজ করছেন তারা। অগ্নিকান্ডের এ ঘটনায় শ্রীপুর-মাওনা-বরমী আঞ্চলিক সড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এঘটনায় হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এমএস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার