ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রাহায়ণ ১৪৩০

রাজাকারদের তালিকা প্রস্তুতের নীতিমালা তৈরীতে আরও একমাস সময় লাগবে 

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ২ অক্টোবর ২০২২

রাজাকারদের তালিকা প্রস্তুতের নীতিমালা তৈরীতে আরও একমাস সময় লাগবে 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

রাজাকারদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হতে আরও এক মাস সময় লাগবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। 

রবিবার দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের তালিকা তৈরীর আইনগত কোন ভিত্তি ছিল না। 

বিষয়টি নিয়ে গত সংসদে আইন পাস হয়েছে। এখন নীতিমালা তৈরী করা হচ্ছে, কি কি ভাবে এ তালিকা প্রস্তুত করা হবে। নীতিমালা তৈরি হবার পর তালিকা প্রস্তুত করার জন্য সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে। নীতিমালা তৈরী হতে আরও একমাস সময় লাগবে। 

এর আগে তিনি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। 

এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। 
 

এমএস