ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে পুলিশ ফাঁড়িতে আসামির আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর

প্রকাশিত: ১১:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২২

মির্জাপুরে পুলিশ ফাঁড়িতে আসামির আত্মহত্যা

আত্মহত্যা

মির্জাপুরে পুলিশ ফাঁড়িতে লেবু মিয়া (৫০) নামে আটককৃত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির হাজত খানায় এ ঘটনা ঘটে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, থানার হাজত খানায় গলায় ফাঁস লাগিয়ে লেবু মিয়া আত্মহত্যা করেছেন। তিনি বাঁশতৈল গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

জানা গেছে, সোমবার নিজ বাড়ির বসতঘর থেকে সখিনা আক্তার (৪২) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার করে বাঁশতৈল ফাঁড়ির পুলিশ। সখিনার বাড়ি উপজেলার বাঁশতৈল গ্রামে। সে রবিবার রাতে একা ঘরে ঘুমিয়ে ছিলেন। সখিনাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে এমন আলামত ও গলায় দাগ রয়েছে। এ ঘটনায় সোমবার বাঁশতৈল ফাঁড়ির পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাঁশতৈল গ্রামের ওই নারীর সাবেক স্বামী মফিজুর রহমান ও লেবু মিয়া (৫০) নামে দুইজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। রাতে ফাঁড়ির হাজত খানায় বাথরুমের একটি রডের সঙ্গে লেবু মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×