ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিরের চোখে আঙুল দিয়ে বেঁচে ফিরলেন যুবক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশিত: ১১:২৩, ১০ আগস্ট ২০২২

কুমিরের চোখে আঙুল দিয়ে বেঁচে ফিরলেন যুবক

আহত রাজু

সুন্দরবনের ঢাংমারী খালে গোসল করতে নেমে রাজু হাওলাদার নামে এক যুবক কুমিরের আক্রমণের শিকার হয়েছেন। এসময় কুমিরের চোখে আঙুল ঢুকিয়ে দিলে প্রাণে বেঁচে যান রাজু। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, রাজু ঢাংমারী খালে গোসল করতে নামলে কুমির তার পা কামড়ে ধরে তাকে গভীরে নিয়ে যেতে থাকে। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে কুমিরের চোখে আঙুল ঢুকিয়ে দেন রাজু। ফলে কুমির তাকে ছেড়ে দিলে প্রাণে বেঁচে
যান রাজু।

তিনি সুন্দরবন সংলগ্ন বানীশান্তা ইউনিয়নের পূর্ব ঢাংমারী এলাকার খ্রিস্টানপাড়ার নজির হাওলাদারের ছেলে। রাজু স্নাতকে অধ্যায়নরত শিক্ষার্থী। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সাইফুল বারী বলেন, গোসল করতে নামলে কুমিরটি রাজুর ডান পায়ের হাঁটুর ওপরের দিকে কামড়ে ধরে। একপর্যায়ে কুমিরের চোখে আঙুল ঢুকিয়ে দিলে রাজুকে ছেড়ে কুমিরটি চলে যায়।

এমএইচ

×