ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবির আন্দোলনে জাবি শিক্ষকদের একাত্মতা

প্রকাশিত: ১৮:০৮, ২৬ জানুয়ারি ২০২২

শাবিপ্রবির আন্দোলনে জাবি শিক্ষকদের একাত্মতা

জাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের একটি অংশ। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচি আয়োজন করা হয়। এসময় জাবির বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচি থেকে শাবিপ্রবির চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানানো হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মোহাম্মদ বলেন, “শাবিপ্রবির ভিসির পদত্যাগের সাথে অন্যান্য যে ৩৩ ভিসি পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন, আমরা চাই সেই ইচ্ছাও বাস্তবায়ন হোক। যে সমস্যা সমাধানের দাবিতে শাবি শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল, তেমন সমস্যা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এ সমস্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আছে। এক গবেষণায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলের খাবার খেয়ে ছাত্র-ছাত্রীরা যে পুষ্টি পায় তার মান ‘চরম দারিদ্র্য সীমার নিচে’।” অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক মাহমুদুল হাসান, অধ্যাপক জীবন খন্দকার প্রমুখ।
×