ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে ১০ দিন ব্যাপী চলেছে বিজয় উৎসব

প্রকাশিত: ২১:২৪, ৩১ ডিসেম্বর ২০২১

বাগেরহাটে ১০ দিন ব্যাপী চলেছে বিজয় উৎসব

অনলাইন ডেস্ক ॥ বিজয়ের ৫০ তম বা‌র্ষিকী উপল‌ক্ষে বা‌গেরহাটে ১০ দিন ব্যাপী চলেছে অনুষ্ঠান। ডেমা ইউনিয়নের চেয়ারম্যান মো: ম‌নি ম‌ল্লিকের তত্বাবধানে এ অনুষ্ঠান করা হয়। মেলায় সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের পাশাপাশি নানা আয়োজন করা হয়। জা‌তির পিতা বঙ্গবন্ধুর প‌রিবার ও বঙ্গবন্ধুর তৈরী হওয়ার ইতিহাস আলোচনায় স্থান পায়। সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের পাশাপা‌শি এটাই বাংলা‌দে‌শের জেলা পর্যায়ে সর্ববৃহৎ বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান। বাংলা‌দে‌শের ৫০ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকীসহ বঙ্গবন্ধুর ১০০তম জন্ম বা‌র্ষিকী উপল‌ক্ষ্যে সম্মা‌নিত অতিথীরা উপ‌স্থিত থে‌কে অনুষ্ঠান‌কে প্রানবন্ত ক‌রে‌ছেন। আয়োজিত সমাপ‌নী অনুষ্ঠান‌টি প্রজন্ম সমাজ কল্যান সংস্থা কর্তৃক প‌রিচালনা করা হয়।
×