ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বগুড়ার কার সার্ভিসের চালক খুন

প্রকাশিত: ১৩:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২১

বগুড়ার কার সার্ভিসের চালক খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস॥ বুধবার রাতে বগুড়ায় শহরের কানছগাড়ি এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খায়রুল ইসলাম সুমন(২৭) নামে এক গাড়ি চালক খুন হয়েছেন। তিনি ভাড়ায় চালিত প্রাইভেট কারের (রেন্ট এ কার সার্ভিস) চালক ছিলেন। পুলিশ জানায়, রাত সাড়ে ১০ টার দিকে সুমন একটি কার নিয়ে তার এক সঙ্গীসহ কানছগাড়ি এলাকার ইবনেসিনা ডায়গনেস্টিক সেন্টারের সামনে আসেন। সেখানে দুই যুবকের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। জীবন বাঁচাতে সে দৌড়ে পাশের এক ফার্মেসীতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে উপর্যপরী আঘাত করে। পরে তারা সেখান থেকে চলে যায়। মুল সড়কের পাশে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। হামলাকারীরা কুপিয়ে ফেলে রেখে যাওয়ার পরে লোকজন এগিয়ে আসে এবং সুমনের সঙ্গী যুবক তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, তারা তদন্ত শুরু করেছেন এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত সুমনের বাড়ি রংপুরের মিস্ত্রীপাড়ায়। তিনি বগুড়ার সাবগ্রাম এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।
×