ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

৮ মাসের অভিযানে বনবিভাগের কোটি টাকা লাভ

প্রকাশিত: ১১:০০, ১৫ সেপ্টেম্বর ২০২১

৮ মাসের অভিযানে বনবিভাগের কোটি টাকা লাভ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ এফজি মোঃ আহমদ আলী। তিনি চলতি বছরের ফেব্রুয়ারী মাসে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়িতে সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদান করেই বনজ সম্পদ রক্ষায় দৃষ্টি দেন। সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় ও শায়েস্তাগঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহীদুর রহমানের নেতৃত্বে একের পর এক অভিযান পরিচালনা করেন তিনি। এতে বনবিভাগের প্রায় ১ কোটি টাকারমত লাভ হয়েছে। তার ৮ মাসে পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৫৪০ ঘনফুট কাঠের বাজার মূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা, সেগুন কাঠের তৈরি ফার্নিচারসহ প্রায় ৮ লাখ টাকার বনজদ্রব্য জব্দ ও ৭ জনকে আটক করে বন আইনে মামলা দায়ের করা হয়। জব্দ করা হয় বনজদ্রব্য পাচারে বহনকারী ৭টি গাড়ী। তাছাড়া পুটিজুরী বনবিটে উদ্ধার হওয়া প্রায় ১৫ একর সংরক্ষিত বনের জায়গা বনায়নের আওতায় আনা সম্ভব হয়েছে। উচ্ছেদ করা হয়েছে বেশ কয়েকটি অবৈধ করাতকল।

আরো পড়ুন  

×