ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল করে ভবন নির্মাণ

প্রকাশিত: ০৪:০৮, ২৮ মার্চ ২০১৯

বরিশালে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল করে ভবন নির্মাণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাতের আঁধারে এক সংখ্যালঘু সম্প্রদায়ের সহয় সম্পত্তি দখল করে ইটবালু নিয়ে পাকাভবন নির্মান কাজ শুরু করেছেন স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। ঘটনাটি জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িঁয়াল ইউনিয়নের কামারখালী বাজার সংলগ্ন কোষাবড় গ্রামের। ভূক্তভোগী পরিবারের সদস্য এসএন পলাশ অভিযোগ করেন, তার বাবা কোষাবড় গ্রামের মৃত গৌরাঙ্গ দাস ২০০৩ সালে পরলোকগমন করেন। তার মাতা সবিতা রানীও গত একবছর পূর্বে পরলোকগমন করেছেন। তাদের মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তারা দুই ভাই (পলাশ ও প্রশান্ত) বাবার রেখে যাওয়া সহয় সম্পত্তি ভোগদখল করে আসছেন। সূত্রমতে, গৌরাঙ্গ দাসের বড় পুত্র এসএন পলাশ বরিশালের একজন গণমাধ্যমকর্মী ও ছোট পুত্র প্রশান্ত দাস পড়াশুনার সুবাধে ঢাকায় বসবাস করছেন। গ্রামের বাড়িতে কেউ না থাকার সুবাধে গত চারদিন পূর্বে কোষাবড় গ্রামের জোনাবআলী হাওলাদারের পুত্র প্রভাবশালী রাজ্জাক হাওলাদার তার সহযোগি মজিবর, শামিম হাওলাদার, আরিফ হাওলাদার জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে কোষাবড় মৌজার তাদের ১০৩৭ দাগের ২৬ শতক জমি রাতের আঁধারে ৭০/৮০জন শ্রমিক নিয়ে দখল করে পাকা ভবন নির্মান কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয় থানার ওসিকে অবহিত করা সত্বেও তিনি রহস্যজনক ভূমিকা পালন করছেন। উপায়অন্তুর না পেয়ে ভুক্তভোগীরা আজ বৃহস্পতিবার আদালতে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত রাজ্জাক হাওলাদার বলেন, গৌরাঙ্গ দাসের কাছ থেকে আমি ওই সম্পত্তি ক্রয় করেছি। ২০০৩ সালে গৌরাঙ্গ দাসের মৃত্যুর পর বিগত ১৬ বছরে বিষয়টি কাউকে না জানানোর বিষয়ে জানতে চাইলে তিনি (রাজ্জাক) কোন উত্তর দেননি।
×