ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দামুড়হুদায় হিন্দু সম্পদায়ের সাথে এমপির মতবিনিময়

প্রকাশিত: ২৩:৩১, ২৩ সেপ্টেম্বর ২০১৭

দামুড়হুদায় হিন্দু সম্পদায়ের সাথে এমপির মতবিনিময়

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার সরকার দলীয় সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজগার টগর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শনিবার দুপুর ১২টায় দর্শনা পৌর অডিটরিয়ামে পূজা উদযাপন কমিটি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি প্রতিটি পূজা মন্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা বিতরণ করেন। শুভেচ্ছা বিনিময়কালে সাংসদ বলেন- বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারেনি। বিএনপি জামায়াত ক্যাডাররা হিন্দুদের বাড়িঘর অগ্নিসংযোগ ও তাদের নির্যাতন করেছে। কিন্তু স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে যতবার আ’লীগ সরকার ক্ষমতায় এসেছে তখনই এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করেছে। ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকার শান্তিপূর্ণভাবে পূজা পালনের লক্ষ্যে সারা দেশে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পর মন্দির, গির্জার উন্নয়নে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। উপজেলা আওয়ামি লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা আ'লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জীবননগর উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম,দর্শনা পৌর আ'লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, এড. রেজাউল করিম, সেক্রেটারি আবু তালেব মাস্টার, বরকত আলি, মন্দির উন্নয়ন কমিটির সভাপতি স্বরুপ কুমার, দর্শনা পুরাতন বাজার মন্দির কমিটির সভাপতি উত্তম প্রেবনাথ, জগবন্ধু ধর প্রমুখ।
×