ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় ইরিবোরো ধান কাটা শুরু

প্রকাশিত: ২৩:৩২, ৩০ এপ্রিল ২০১৭

 মাগুরায়  ইরিবোরো ধান কাটা শুরু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় ইরি বোরা ধানের বাম্পার ফলন হয়েছে । ধান পাকতে শুরু করায় বর্তমানে কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে । ঝড় বৃষ্টির ভয়তে কৃষকরা ব্যাপকভাবে ধান কাটায় কৃষি শ্রমিকের মজুরীর দাম ব্যাপক বেড়েছে । দৈনিক তিন বেলা খেয়ে একজন শ্রমিকের মজুরী ৭শত টাকা থেকে ৮শত টাকা । অন্যদিকে নতুন ধানের দামও ভালো প্রতিমন ৪০ কেজি ধান ৯৫০টাকা দরে বিক্রি হচ্ছে । জানা গেছে , চলতি মৌসুমে জেলার চার উপজেলা সদর ,শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা ৪২ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে । ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে । ঝড় বৃষ্টির ভয়তে কৃষকরা ধান কাটায় কৃষি শ্রমিকের মজুরীর দাম ব্যাপক বেড়েছে । দৈনিক তিন বেলা খেয়ে একজন শ্রমিকের দৈনিক মজুরী ৭শত টাকা থেকে ৮শত টাকা । তারপরও শ্রমিকের সংকট দেখা যাচ্ছে । বিভিন্ন হাটে গিয়ে কৃষকরা শ্রমিক কিনে আনছেন । কৃষকরা জানান, ধানের বাম্পার ফলন হয়েছে। তবে আকষ্কিক ঝড় বৃষ্টি তাদের মাঠের ধান কাটা নিয়ে ভাবিয়ে তুলেছে । কৃষি শ্রমিকের বেশী মজুরীর কারনে তাদের খরচ বেশী হচ্ছে ।
×