ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রংপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১৮:৪১, ২৬ মে ২০১৬

রংপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ নদীতে গোসল করতে নেমে সজীব আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলায়। সজীব পীরগঞ্জ উপজেলা সদরের গাড়াবেড় গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সে স্থানীয় হাজি বয়েন উদ্দিন পাবলিক উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী জানায় বুধবার দুপুরে সহপাঠীদের সঙ্গে বাড়ির অদূরে আখিরা নদীতে গোসল করতে নেমে সজীব নিখোঁজ হয় । তাকে অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যার পর বড়বিলা স্লুইস গেটে লাশ ভেসে ওঠে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
×