ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নড়াইল পাসপোর্ট অফিসের দালালচক্রের দুই সদস্যকে ২১ দিনের কারাদন্ড

প্রকাশিত: ০৭:১৬, ৮ ডিসেম্বর ২০১৯

নড়াইল পাসপোর্ট অফিসের দালালচক্রের দুই সদস্যকে ২১ দিনের কারাদন্ড

নিজস্বসংবাদদাতা, নড়াইল ॥ নড়াইল পাসপোর্ট অফিসের দালালচক্রের দুই সদস্যকে ২১ দিনের কারাদন্ড ও ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে দুই দালাল নুরুল ইসলাম ও সুবল সাহাকে এই সাজা দেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট জাহিদ হাসান। এসময় তাদের নিকট থেকে বেশ কয়েকটি পাসপোর্ট, বিভিন্ন ধরনের সিল, নাগরিকত্বের সনদসহ বিভিন্ন উপকরন জব্দ করা হয়। এরআগে অভিযান চালিয়ে নড়াইল সদর থানার এস আই রজত নড়াইল চৌরাস্তার পাশে একটি কক্ষ থেকে তাদের আটক করেন।
×