ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

তাপপ্রবাহের মধ্যে সুখবর দিলো আবহাওয়া অফিস

প্রকাশিত: ১২:৩১, ১০ জুন ২০২৫

তাপপ্রবাহের মধ্যে সুখবর দিলো আবহাওয়া অফিস

ছবি:সংগৃহীত

চারদিন ধরে দেশের ৩৩টি জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। জনজীবন চরম দুর্ভোগে পড়েছে, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষেরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

 

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহের মূল কারণ হলো মৌসুমী বায়ুর দুর্বল সক্রিয়তা। দেশের উপর মৌসুমী বায়ু বর্তমানে খুব কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

 

 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল *চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

* সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
* রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, যা দেশের উপর থেকে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত করতে পারে।
 

ছামিয়া

×