
রাজশাহী রেঞ্জ ডিআইজির সাথে বাংলাদেশ কৃষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়
করেন। বুধবার (৩০জুলাই) বিকাল ৪টার সময় রেঞ্জ কার্যালয়ের "পদ্মা" সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং বাংলাদেশ কৃষক সমিতি নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন এবং কৃষিপণ্য পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কৃষকরা বলেন, বরেন্দ্র অঞ্চল হওয়ায় পানির অভাবের আশঙ্কা থাকলেও এবারের নিয়মিত বৃষ্টিপাতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে শ্রাবণ মাসের শুরুতে কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টিতে জমি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, যা কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে মাজরা পোকা বা খোলপোড়া রোগের ঝুঁকি থাকলেও কৃষকদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সহযোগিতা করেছে কৃষি সম্প্রসারণ। আমরা মাঠ পর্যায়ে কৃষকরা সার্বিক সহায়তা পাচ্ছি।
রিফাত