
এমা রাদুকানু
উইম্বলডনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন পেত্রা কেভিতোভা, উনস জেবিয়ার, পাওলা বাদোসা এবং মারিয়া সাক্কারির মতো ফেবারিটরা। টানা দুই জয়ে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করেছেন তারা। তবে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন এমা রাদুকানু এবং গারবিন মুগুরুজা। লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব থেকেই ছিটকে গেছেন এই দুই তারকা।
বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের ম্যাচে তিউনিসিয়ার উনস জেবিয়ার ৬-৪ এবং ৬-০ গেমে পরাজিত করেন ক্যাটারিনা কাওয়াকে। পোলিস কোয়ালিফায়ারকে হারানোর সৌজন্যে ঘাসের কোর্টে জয়ের ধারা অব্যাহত রাখলেন জেবিয়ার। এই মুহূর্তে ঘাসের কোর্টে টানা ৭ ম্যাচ জয়ের স্বাদ পেলেন তিনি। তৃতীয় পর্বের ম্যাচে তার প্রতিপক্ষ ফরাসী তরুণী দিয়ান প্যারি। মৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্টের আগে দারুণ সময় পার করেছেন জেবিয়ার।
উনস জেবিয়ার যেমন বার্লিনের শিরোপা জিতে উইম্বলডনের মিশন শুরু করেন। তেমন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ইস্টবোর্নের চ্যাম্পিয়ন হয়েই নিজের প্রিয় কোর্টে খেলতে নামেন। উইম্বলডনে শুরুটাও করেছেন দারুণভাবে। প্রথম ম্যাচে জয়ের পর বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে চেক প্রজাতন্ত্রের এই তারকা ৬-১ এবং ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন এ্যানা বোগদানকে। সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডস্লাম জিতেছেন কেভিতোভা। দুটিই আবার এই উইম্বলডনে। ক্যারিয়ারের গোধূলীতে আবার কী জ্বলে উঠবেন অল ইংল্যান্ড ক্লাবে? ইস্টবোর্নের শিরোপা জয়ের পর টেনিসবোদ্ধাদের অনেকেই ফেবারিটের তালিকায় রেখেছেন কেভিতোভাকে। চেক তারকা কী পারবেন সেই বিশ্বাসের মান রাখতে? অপেক্ষা এখন সেটাই দেখার। জেবিয়ার-কেভিতোভার মতো টানা দুই জয় তুলে নিয়েছেন মারিয়া সাক্কারিও। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা এই গ্রীক তারকা দ্বিতীয় পর্বের ম্যাচে ৬-৪ এবং ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ভিক্টোরিয়া টোমোভাকে। এখানে এটাই তার সেরা ফলাফল।
উইম্বলডনই তার একমাত্র গ্র্যান্ডস্লাম যেখানে এখন পর্যন্ত শেষ ষোলোর রাউন্ড টিকেট কাটতে ব্যর্থ হন তিনি। তবে আজই সেই সুযোগ মিলতে পারে তার। তৃতীয় পর্বের প্রতিপক্ষ যে জার্মানির টাটজানা মারিয়া। উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবারও এবার দাপুটে সূচনা করেছেন। টুর্নামেন্টের ১৫তম বাছাই দ্বিতীয় পর্বের ম্যাচে ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন পোল্যান্ডের মাগদা লিনেত্তেকে। ২০১৮ সালে উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়েছিলেন কারবার। ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। দ্বিতীয় পর্বের ম্যাচে লিনেত্তেকে হারাতে এদিন তিনি সময় নেন ১ ঘণ্টা ২৫ মিনিট।
এদিকে দ্বিতীয় পর্ব থেকেই ছিটকে গেছেন গ্রেট ব্রিটেনের তরুণ প্রতিভাবান খেলোয়াড় এমা রাদুকানু। তাকে হারিয়েছেন ক্যারোলিন গার্সিয়া।
অবাছাই গার্সিয়া এদিন ৬-৩ এবং ৬-৩ ব্যবধানে উড়িয়ে দেন রাদুকানুকে। গত মৌসুমে ইউএস ওপেনের শিরোপা জিতে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন ব্রিটিশ তরুণী। কিন্তু দুর্ভাগ্য তার। এরপর নিজেকে আর মেলে ধরতে পারেননি। এবার উইম্বলডনেও ১০ম বাছাই হিসেবে খেলতে নামা রাদুকানুকে থামিয়ে দিয়েছেন ক্যারোলিন গার্সিয়া। দ্বিতীয় পর্বে আরেক অঘটন গারবিন মুগুরুজার হার। অখ্যাত গ্রিত মিনেন এদিন ৬-৪ এবং ৬-০ ব্যবধানে হারান স্প্যানিশ টেনিস তারকাকে।