ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

মার্কাস র‍্যাশফোর্ড বার্সেলোনায় ধারে, চুক্তিতে রয়েছে ৩০ মিলিয়ন ইউরোর

আব্দুর রহমান সোয়েব, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মনপুরা, ভোলা

প্রকাশিত: ১৩:১০, ২৪ জুলাই ২০২৫

মার্কাস র‍্যাশফোর্ড বার্সেলোনায় ধারে, চুক্তিতে রয়েছে ৩০ মিলিয়ন ইউরোর

ছবি: সংগৃহীত

ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড এখন আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার ফুটবলার অবশ্যই এক মৌসুমের জন্য ধারে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা খেলোয়াড় ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে খেলবেন, যেখানে চুক্তিতে রয়েছে ৩০ মিলিয়ন ইউরোর একটি ‘অপশন টু বাই’ অর্থাৎ মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ।

র‍্যাশফোর্ডকে বরণ করে নিতে কাতালান ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা নিজেই উপস্থিত ছিলেন। ছবি প্রকাশিত হয়েছে, যেখানে র‍্যাশফোর্ডকে ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে দেখা গেছে।

চিকিৎসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, বার্সেলোনার ট্রেনিং ফ্যাসিলিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন র‍্যাশফোর্ড। পরে তিনি ক্লাবটিতে যোগ দেওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, "এটা এমন এক জায়গা, যেখানে স্বপ্ন সত্যি হয়। আমি এখানে পরিবারের মতো অনুভব করছি।"

চুক্তি অনুযায়ী, বার্সেলোনা সম্পূর্ণ মৌসুমে তার বেতন বহন করবে, তবে ক্রয় বিকল্পটি বাধ্যতামূলক নয়। এই চুক্তি উভয় ক্লাবের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

মৌসুম শুরুর আগে র‍্যাশফোর্ড কীভাবে বার্সার আক্রমণভাগে নিজের জায়গা তৈরি করেন, তা দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবলভক্তরা।

মুমু ২

×